দলিত সংস্থা কর্তৃক পরিচালিত উত্তরণ ও দলিত এর যৌথ উদ্যোগে সিমাভি সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী, আগরদাড়ী ও ঝাউডাঙ্গা ইউনিয়ন দলিত ফেডারেশনের অধিকার আদায়ের লক্ষ্যে ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দলিত এনজিও আয়োজনে কাঁঠালতলা এলাকায় মন্দির চত্বরের সামনে ইউনিয়ন দলিত ফেডারেশনের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বল্লী ইউনিয়ন দলিত ফেডারেশনের সভাপতি সন্ধা রাণীর সভাপতিত্বে মাসিক আলোচনা সভায় বক্তব্য রাখেন দলিত এনজিও প্রকল্প ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দাশ। উপস্থিত ছিলেন ফ্যাসিলিটেটর মহাদেব দাশ, সাংবাদিক সেলিম হোসেন, সহ বল্লী ইউনিয়ন দলিত ফেডারেশনের সদস্যবৃন্দ প্রমূখ। এসময় দলিত জনগোষ্ঠীর ওয়াস ফ্যাসিলিটিজে প্রবেশোধিকার বৃদ্ধি শীর্ষক আলোচনা, দলিত জনগোষ্ঠীর ওয়াস ফ্যাসিলিটিজে কি কি ধরণের সুবিধা প্রাপ্তির নাগরিক অধিকার রয়েছে এবং কি ভাবে ওয়াস সুবিধায় দলিতদের অংশগ্রহন বৃদ্ধি করা যায় সেই বিষয়ে বিস্তারিতসহ করোনা ভাইরাসের সংক্রমনের প্রতিরোধের করণীয় ও সুরক্ষা স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]