সদ্য ঘোষিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন ওই কমিটির কয়েকজন যুগ্ম আহ্বায়ক ও সদস্য।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সদ্যঘোষিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মিরাজ হোসেন ও মোতাহার হোসেন।
তারা জানান, 'ত্যাগীদের মূল্যায়ন না করায় সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১১জন যুগ্ম আহ্বায়ক ও সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমরা যৌথভাবে পদত্যাগপত্র কলারোয়া উপজেলা বিএনপি'র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীনের নিকট হস্তান্তর করেছি। অতিশীঘ্র জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের কাছে পদত্যাগপত্র পৌঁছে দেয়া হবে।'
পদত্যাগপত্রে নাম ও স্বাক্ষর থাকা ৬ জন যুগ্ম আহ্বায়ক ও ৫ জন সদস্য নেতারা হলেন সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন, মোশারফ হোসেন, মোতাহার হোসেন, আজহারুল ইসলাম, শহীদুল ইসলাম বাবু ও মামুন কবির এবং সদস্য জাহিদুল ইসলাম, মিলন হোসেন, কামাল হোসেন, আব্দুর রাজ্জাক ও শাহিন হোসেন।
সম্প্রতি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সংগঠনটির ৩১ সদস্য বিশিষ্ট কলারোয়া উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে, পদত্যাগপত্রে স্বাক্ষর থাকা সদস্য শাহীন হোসেন জানান, 'আমি ওই কমিটি থেকে পদত্যাগ করি নাই। আমার অনুমতি বিহীন তারা এটা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'
তবে পদত্যাগপত্রে নাম-স্বাক্ষর থাকা অপর কয়েক নেতার বক্তব্যে রহস্যের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি স্বীকার-অস্বীকার ও মধ্যপন্থা কথাবার্তা বলেছেন।
'পদত্যাগপত্রে স্বাক্ষর থাকা অপর নেতাদের' বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]