প্রায় সারাদেশেই জেঁকে বসেছে শীত। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে গত কয়েকদিন ধরে। কনকনে ঠাণ্ডায় সঙ্গে ঘনকুয়াশা থাকায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে।
আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রার পারদ আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার থেকে সারাদেশে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া সারাদেশে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও টেকনাফে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]