দেশে ক্রমবর্ধমান বনায়ন বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সবার তিনটি করে গাছ লাগানো উচিৎ বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১ টায় ধারাবাহিক বৃক্ষ রোপনের অংশ হিসেবে মোহাম্মদপুর মোড় থেকে ছুটিপুর-যশোর প্রধান সড়কের দুই পাশে কয়েকটি তালের চারা রোপনকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, এসিল্যান্ড কাজী নাজীব হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]