শীতের সকালে জেগে দেখি
চারপাশ ছেঁয়ে গেছে
ভোরের শিশির ও কুয়াশায়,
ছুঁয়ে দেওয়ার বাহানায়
একটু কাছে যেতেই
আরো দূর থেকে দূরে সরে যায়,
শিশিরের ছোঁয়া লেগে আছে
লতাপাতা ঘাসে ফুলে ফুলে,
জানি না কখন যে নিজেকে
হারিয়েছি নিজেরই মনের ভুলে।
ঘন কুয়াশার টানে
আমার এ অবুঝ মন
শুধু পিছু পিছু ছুটে চলে,
কুয়াশা তুমি দাঁড়াও না
কেমন তোমার অনুভূতি
একটু ছুঁয়ে দেখবো বলে।
কুয়াশা ফিসফিস করে শোনায়
আমাকে তুমি পাবে
তোমার ঐ দু হাত তুমি বাড়ালে,
দু হাত বাড়িয়ে দেখি
কুয়াশা সেখানে নেই
কোথায় তুমি চলে গেলে?
কুয়াশা চুপিচুপি করে শোনায়
আমাকে তুমি পাবে
বিস্তৃত ফাঁকা মাঠে দাঁড়ালে,
ফাঁকা মাঠে দাঁড়িয়ে দেখি
তুমি সেখানেও নেই
কোথায় তুমি হারালে?
কুয়াশা গুনগুন করে শোনায়
আমাকে তুমি পাবে
ভোরের ঐ সুন্দর সকালে,
সকালে ঘুম ভাঙতেই
কানে ভেসে এলো ধ্বনি টাপুর টুপুর,
জানালা খুলতেই চোখে পড়লো
দিগন্ত বিস্তৃত কুয়াশায় ভরপুর,
ধরতে গিয়ে দেখি
তুমি সেখানেও নেই
কোথায় তুমি পালালে?
কুয়াশা কানে কানে শোনায়
আমাকে তুমি পাবে
নিস্তব্ধ আঁন্ধার রজনী কালে,
রাতে খুঁজে দেখি সবই কালো
কোন আঁন্ধারে নিজেকে লুকালে?
কুয়াশা ডেকে ডেকে শোনায়
আমাকে তুমি পাবে
দূর ঐ নদীতে খেয়া ভাসালে,
খেয়া ভাসিয়ে দেখি
সেখানেও তুমি নেই
কোথায় তুমি ফুরালে?
তখন আমি অভিমান করে বলি
এ কোন মায়ায় তুমি জড়ালে?
ধরা যদি নাহি দিবে তুমি
তবে কেন এতোটা পথ ঘোরালে?
কুয়াশা মুচকি হেসে শোনায়
কত পথ পাড়ি তো দিলে,
কোথাও কি একটুখানি
আমার ধরা তুমি পেলে?
কুয়াশার সৌন্দর্য উপভোগ না করে
আমাকে তুমি ছুঁয়ে দিতে এলে,
আমি তো এক সাদা মরীচিকা
আমার মাঝে নিজেকে কেন হারালে?
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]