মামুন হোসেন, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা শহরের লাবসা সাংগঠনিক থানা শাখার সাবেক সদস্য ও সাথীদের নিয়ে "সমৃদ্ধ লাবসা বিনির্মাণ" স্লোগান কে সামনে নিয়ে ঈদ পূর্নমিলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে শহরের তালতলা নিউ সোনারগাঁও কমিউনিটি সেন্টারে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
লাবসার সাবেক সভাপতি সাঈদ আল শোয়াইবের সভাপতিত্বে ও আরিফুল ইসলামের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।
প্রভাষক ওমর ফারুক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন,সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি ও লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর শহীদুর রহমান,সাংবাদিক আলতাফ হোসেন, লাবসার সাবেক সিনিয়র সভাপতি হযরত আলি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের মধ্যে আগামীর নেতৃত্ব দেখি, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে শিবিরের সাবেক দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা রাখতে হবে। লাবসা ইউনিয়নকে ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে প্রস্তুত করার অগ্রনী ভুমিকা নিতে হবে ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীলদের।
প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির প্রধান লাবসার সাবেক সেক্রেটারি হাবিব মাসুদ তার বক্তব্যে জামায়াতে ইসলামীর কাছে লাবসায় সামাজিক কাজের পরিধি বাড়ানোর জন্য গুরুত্ব আরোপ করেন।এছাড়া সৃতিচারণেমুলক বক্তব্য পেশ করেন লাবসার সাবেক সভাপতি সেক্রেটারি বৃন্দ।
প্রোগ্রাম বাস্তবায়নে ছিলেন সাবেক সভাপতি আরিফুল ইসলাম, মামুন হোসেন, আতিক মুজাহিদ, আজহারুল ইসলাম প্রমুখ।লাবসা থানা শাখার প্রথম সিনিয়র সভাপতি সাঈদ আল শোয়াইবের সমাপনীর বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়। এসময় লাবসা ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি সেক্রেটারি ও সাথীসহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]