সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও বিভিন্ন সংগঠনের নেতৃত্বদানকারী মহসিন হোসেন বাবলু করোনা উপসর্গ নিয়ে মৃত্যুতে শোক জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাব।
সাংবাদিক মহসিন হোসেন বাবলুর মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাবেক সভাপতি গোলাম রহমান, সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, সাহিত্য বিষয়ক সম্পাদক আবু রায়হান মিকাইল, দপ্তর সম্পাদক সুজাউল হক, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম মনি, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রহমান, সরদার জিল্লুর প্রমুখ।
রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার আটপুকুরের উত্তরপাশে অবস্থিত নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে।
এ ছাড়াও তার স্ত্রীও করোনায় অসুস্থ আছেন বলে জানা গেছে।
মহসিন হোসেন বাবলুর মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন তার ভাই ডা.শাহ আলম ও সাতক্ষীরা প্রেসক্লাবের সচিব মাহবুবুর রহমান।
প্রেসক্লাবের সচিব মাহবুবর রহমান জানিয়েছেন, গত রাত ৮ টার দিকে তার সাথে মহসিন হোসেন বাবলুর মোবাইল ফোনে কথা হয়েছিল। এ সময় তিনি তার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ছিলেন।
জানা গেছে, মহসিন হোসেন বাবলুর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]