বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সার্ভারে বৈদ্যুতিক গোলযোগের কারণে ৩০ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইটে (.gov.bd) প্রবেশ করা যাচ্ছে না।
রোববার সকাল থেকে এ সমস্যা দেখা দেয়।
বিটিসিএলের সূত্র জানায়, সার্ভারে বিদ্যুৎ সংযোগের ইনভার্টার জ্বলে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে।
সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইটের দেখাশুনো করে এটুআই। এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফী এলাহী বলেন, ‘আজ সকাল ১০টার দিকে বিটিসিএলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ না থাকার কারণে সার্ভার রান করছে না। কিন্তু পোর্টাল কিংবা সার্ভারে সমস্যা নেই। গত রাতেও সমস্যা দেখা দিয়েছিল, সেটা ঠিকও করা হয়েছিল। কিন্তু সকালে আবার দ্বিতীয় দফায় সমস্যা দেখা দিয়েছে।’
তিনি বলেন, ‘কানেকশনের কাজ চলছে। পাওয়ার এলে আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে সার্ভারের একট অংশ চালু করতে পারব। বিদ্যুৎ সরবরাহ চালু হলে কয়েক ঘণ্টার মধ্যে সিস্টেমটাকে রি-স্টার্ট করে রেডি করা যাবে। তখন গ্রাজুয়ালি একটির পর একটি ওয়েবসাইট ভিজিবল হতে শুরু করবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিস, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের গুরুত্বপূর্ণ ৬২টি ওয়েবসাইটকে আমরা একটু সংবেদনশীল মনে করি। এই সাইটগুলোর কয়েকটিও বন্ধ রয়েছে। এছাড়াও এখনো ৩০ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইট ডাউন হয়ে আছে, সাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। সরকারি মন্ত্রণালয় ও দপ্তরের মোট ওয়েবসাইট রয়েছে ৪২ হাজারের বেশি। আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোই এখন বিটিসিএলের সার্ভারে।
বাকিগুলো রয়েছে ন্যাশনাল ডেটা সেন্টারে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]