সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শেখ খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক মিলন হোসেন ও সাতক্ষীরার সাংবাদিক সেলিম হোসেনের নামে মিথ্যা মামলা দায়ের করায় অবিলম্বে অভিযোগ ও মামলা প্রত্যাহারসহ জবর দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
নিন্দা জানিয়েছেন সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ন সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, অর্থ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, ক্রিড়া সম্পাদক আজহারুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাবিনা ইয়াসমিন পলি, সদস্য রবিউল ইসলাম, শাহারিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুরূপভাবে কদমতলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক জিললুর রহমান, হেলাল উদ্দীন, ইকরামুল কবির, আশিষ কুমান দাসসহ সাংবাদিকবৃন্দ।
শেখ খায়রুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]