সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস এর মমতায়ী মাতা করিমননেছা (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)।
শুক্রবার (৮ জুলাই) ভোর ৫টায় ঢাকা বক্ষ ব্যাধি হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিনযাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূকছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগৃাহী রেখেগেছেন।
মরহুমের ছেলে সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস জানান, শুক্রবার বাদ আসর পাটকেলঘাটার খলিশখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটি গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুল হাসান, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুই, কার্য নির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল্লুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]