শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো: ইব্রাহিম খলিলের বড় বোন জাহানারা বেগম (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। তিনি সাতক্ষীরা পুরাতন এলাকার মৃত আলহাজ্ব আব্দুস সবুরের স্ত্রী ছিলেন।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর '২৫) দিবাগত রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে কিডনি জনিত সমস্যার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাহানারা বেগমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস এবং যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন। এছাড়াও, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া এবং এএইচএম তুমু শোক প্রকাশ করেছেন।
এই মৃত্যুতে স্থানীয় সাংবাদিকরা একজন গুণী ব্যক্তিত্বকে হারিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেন, জাহানারা বেগমের মৃত্যুতে সাতক্ষীরা সমাজের একটি উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে, স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, কিডনি জনিত সমস্যার কারণে মৃত্যুর সংখ্যা বাংলাদেশে ক্রমশ বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন যে এ ধরনের সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সুবিধা প্রয়োজন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]