সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক কর্মকর্তা ও ৭১ টিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসানের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুস সামাদ (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১৪জুলাই) সন্ধ্যায় তিনি করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ২ছেলে, ১মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বুধবার রাত সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের রসুলপুর বায়তুল ফালাহ্ জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ, পৌর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রবীণ সংবাদিক আনোয়ার হোসেন ও ক্লাবের কর্মকর্তা ডাঃ আব্দুল হান্নান, ডাঃ কামরুল ইসলাম, ডাঃ খন্দকার আবুল হাসেম সাজু, আজগর আলী, অনিক, ফেরদৌস আরা, এবিএম ফিরোজ খান, ইমরান হোসেন, রুবেল, সোহাগ মেহেদী, আব্দুল্লাহ, মাসুমুজ্জামান মাসুম, নজরুল ইসলাম, মেহেদী হাসান, আসিফ খান চৌধুরী, বাবুল বাশারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য তিনি গত ৮ জুলাই তিনি করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি হন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]