প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সরকারি কলেজ প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের নিবন্ধন ফি পুন:বিবেচনার জন্য গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করার কারণে হোয়াটস্ অ্যাপ গ্রুপ প্লাটিনাম জুবিলি আইডি... থেকে অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো: মুনসুর রহমানকে মারপিটসহ খুন জখমের হুমকি দিয়েছেন অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিক মো: মুনসুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং-১৫১২, তারিখ-২৭ ডিসেম্বর ২০২৪। সাধারণ ডায়েরি করার এক দিন পরও প্রশাসনের দৃশ্যমান কোন উদ্যোগ লক্ষনীয় নয়। তাই এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ করেছে সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশন। সাথে সাথে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি হুমকিদাতাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) রাতে সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম (বাবলু), সহ-সভাপতি শেখ হাসান গফুর, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক এম ইদ্রিস আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুজাহিদ, অর্থ সম্পাদক আহাদুর রহমান জনি, দপ্তর সম্পাদক কাজী ফখরুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক ইঞ্জি. রুস্তম হাসান রিপন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, সদস্য আক্তারুল ইসলাম, লাল্টু হোসেন, জাহাঙ্গীর সরদার, শরিফুল ইসলাম জুয়েল, মারুফ আহম্মদ খান শামিম, কামাল হোসেন, তুহিন হোসেন, আশিক সরদার, আব্দুল্লাহ আল মাহফুজ প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]