সাংবাদিক রোজিনা ইসলাম এর মুক্তি ও তার বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে শার্শায় কর্মরত সকল গনমাধ্যম কর্মীরা বৃহস্পতিবার সকাল ১১টায় বাগআঁচড়া বাজারে বাবু চেয়ারম্যান মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
বাগআঁচড়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শার্শা রিপোটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক লোকসমাজের বাগআঁচড়া প্রতিনিধি আজিজুল ইসলাম, চ্যানেল এস এর ঈসমাইল হোসেন, বাগআঁচড়া বেত্রাবতী নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সভাপতি ইন্তাজুর রহমান মুকুল, সহ সভাপতি শহিদুল ইসলাম, আব্দুল জলিল, সাধারন সম্পাদক আবু সাঈদ,যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান মন্টু, সেলিম আহম্মেদ,সাংবাদিক এম ওসমান, আসাদুর রহমান, নাজিম উদ্দীন জনি, জয়নাল আবেদীন,জসিম উদ্দীন, আব্দুল্লাহ,জাহাঙ্গীর আলম, ইকরামুল ইসলাম, মেহেদী হাসান, টিটু মিলন, মহাসীন আলী ও মিজানুর রহমান প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তরা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে তাকে হেনস্তা করার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনি ব্যবস্থার মাধ্যমে শাস্তি ও পেশাগত দায়িত্বপালনে সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]