মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় পাইকগাছা উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের সাত নেতাকে অব্যহতি দিয়েছে খুলনা জেলা ও উপজেলা ছাত্রলীগ।
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও শেখ মেহেদী হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করেছে খুলনা জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পাইকগাছার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের ৫ জন নেতাকে অব্যহতি প্রদান করেছে।
বহিষ্কৃতরা হলেন-চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল ফারাবী, লস্কর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজওয়ান হোসেন, গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন রাফিন ও ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব ঢালী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাদেরকে সংগঠন থেকে অব্যহতি দেওয়া হয়েছে এবং জেলা কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, সংগঠনের শৃংখলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ও ইউনিয়নের ৭ জন ছাত্রলীগের নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]