বয়স বাড়লেও সাকিব আল হাসানের পারফরম্যান্স ও ক্রিকেট মস্তিষ্ক নিয়েও প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই কারও। বাংলাদেশের বিবেচনায় ক্রিকেট অঙ্গনে সাকিবের ধারে কাছে নেই আর কেউ। কিন্তু বয়সের ঘড়ি টিকটিক করে এগোনোর সঙ্গে সঙ্গে সাকিবেরও থামার আলোচনা চলে আসে অবধারিতভাবে।
তবে সাকিবদের বর্তমান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ মনে করছেন, সাকিব বাংলাদেশের হয়ে চাইলেই আরও পাঁচ বছর সার্ভিস দিতে পারবেন।
তবে এর জন্য সাকিবকে ফিটনেস সচেতন হতে হবে বলে মনে করেন এই লঙ্কান কোচ। হেরাথের মতে, কেবল ফিটনেস সচেতন হলে সাকিব খেলতে পারবেন আরও পাঁচ বছর।
রবিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমন কথা জানান হেরাথ। সাংবাদিকরা এই স্পিন বোলিং কোচের কাছে জানতে চান, সাকিবের এখন যে অবস্থায় আছে, এরপর বাংলাদেশের হয়ে আরও পাঁচ বছর খেলতে পারবেন এই ক্রিকেটার?
এর উত্তরে হেরাথ বলেন, ‘সে অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার।
আর সে সব সময় তার বেঞ্চমার্ক ধরে রেখেছে এবং সচেতন। তাকে লম্বা সময় খেলতে হলে নিজের ফিটনেস নিয়ে সচেতন থাকলে হবে। যদি সে ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে সে খেলতেই পারবে। ’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]