গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দুইবার সুযোগ পেয়েও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। অবিক্রিত রয়ে গেলেন এবারও। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। একই সঙ্গে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি তাসকিন আহমেদকেও।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের কোচিতে বসেছে আইপিএলের মিনি নিলাম। গতবারের আইপিএলে দুই কোটি রুপি ধরা হলেও এবারের আসরে সাকিবের ভিত্তিমূল্য এক কোটি ৫০ লাখ রুপি।
এবারের নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম আসলেও চূড়ান্ত তালিকায় ছিল ৪০৫ জন ক্রিকেটার।
সাকিব, তাসকিনের পর নিলামের চূড়ান্ত তালিকায় আছেন আরও দুই বাংলাদেশি। তারা হলেন- লিটন দাস, ও আফিফ হোসেন।
এবারের আইপিএলের নিলামে নাম ছিল ছয় বাংলাদেশি ক্রিকেটারের। তাদের মধ্য থেকে মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে তার দল দিল্লি ক্যাপিটালস।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]