সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে বর্ণিল আয়োজনে পর্দা উঠলো ১০ দলীয় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের।
চাকরির একঘেয়েমি দূর করতে খেলাধূলার মাধ্যমে সুস্থ বিনোদন আর সতেজীকরণের লক্ষ্যে পুলিশ লাইন্স মাঠে বসেছে সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ এ আসর। উৎসবমূখর পরিবেশে নান্দনিক আয়োজনে সুস্থ ও মানসিক বিকাশে শুরু হয় দশ দলীয় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ লাইন্স মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা পুলিশের রিজার্ভ অফিস ও সাতক্ষীরা সদর সার্কেল ক্রিকেট দল। এছাড়া দশ দলীয় এ খেলায় জেলা পুলিশের প্রত্যেকটি শাখা অংশগ্রহণ করবে।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, মাদকমুক্ত, সুস্থ থাকা ও মানসিক বিকাশে খেলাধূলার বিকল্প নেই। সরকারি দায়িত্বে থাকা সকল সদস্যদের চাকরির পাশাপাশি খেলাধূলার দিকেও নজর দিতে হবে।
তরুণ সমাজের প্রতি আহ্বান থাকবে মাদক ও যে কোন অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকার পাশপাশি লেখাপড়ার ও বেশি বেশি করে খেলাধূলায় অংশ নেয়া।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]