
সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘অনলাইন কম্পিউটার’-এর নতুন শো-রুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শহরের ইউসিবি ব্যাংকের নিচে নিউ মার্কেট মোড়ে বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শো-রুমটির উদ্বোধন করা হয়।
মোঃ মিজানুর রহমানের অনুষ্ঠানে সভাপতিত্বে অনলাইন কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ মাসউদ রাজুর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা কম্পিউটার সমিতির সভাপতি, সহ-সভাপতি ও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্মার্ট, গ্লোবাল, কম্পিউটার সিটি, ডিস্ট্রিবিউশন হাব ও এক্সেলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।
সাতক্ষীরার তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল বলেন, “অনলাইন কম্পিউটারের নতুন শো-রুম উদ্বোধন হওয়ায় সাতক্ষীরায় আইটি সেবায় আরও আধুনিকতা যোগ হলো। মানসম্মত সেবা ও প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
অনলাইন কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ মাসউদ রাজু বলেন, “দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থায় অনলাইন কম্পিউটার এগিয়ে চলেছে। নতুন শো-রুমে আমরা আরও আধুনিক সুবিধা, উন্নতমানের আইটি পণ্য ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে দ্রুততম সময়ের মধ্যে সেবা দেওয়া এবং সাশ্রয়ী দামে মানসম্মত পণ্য সরবরাহই আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ মাহবুবুর রহমান। স্থানীয় প্রযুক্তি ব্যবহারকারীদের মাঝে শো-রুমটির উদ্বোধন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]