সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেফতার হয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় অততিক্তি পুলিশ সুপার সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)দের সার্বিক তত্তাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা মোঃ নিজাম উদ্দিন মোল্ল্যার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ মোস্তাক আহম্মেদ, এসআই(নিঃ)/মোঃ রুবেল আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৪/১২/২০২৪খ্রিঃ তারিখ ২২.৪৫ ঘটিকায় সাতক্ষীরা সদর থানাধীন সাতক্ষীরা সদর পৌরসভার ০৮ নং পলাশপোল ওয়ার্ডের অর্ন্তগত সাতক্ষীরা থানা মসজিদের পাশে এস আর ফ্যাশানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সুমন
হোসেন(২৪), পিতা-মোঃ ফজলুল হক, সাং-আটুলিয়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা কে ০১টি অনলাইনে জুয়া খেলার মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। আসামী মোঃ সুমন হোসেন(২৪) এক জন অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। আসামী ১ীনবঃ অ্যাপস ব্যবহার করে একটি অনলাইন জুয়ার সাইট যার লিংক যঃঃঢ়ং://১ীনবঃনফ.সড়নর/বহ, ব্যবহার করে অনলাইন ক্যাসিনো/জুয়া খেলার মাধ্যমে সাধারন মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ
টাকা লেনদেনর মাধ্যমে বিপুল পরিমান টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে।আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানার মামলা নং-৩৯, তারিখ- ২৫/১২/২০২৪খ্রিঃ, ধারা- সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩(২) রুজু করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]