সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু এবং অপচিকিৎসার শিকার আশাশুনির চাপড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সুবর্ণাকে দেখতে যান সাতক্ষীরা জেলা ও সদর মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ ইয়াসিন আরাফাতের নেতৃত্বে তাদেরকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
ওই দুটি ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ সোহাগ হোসেন, ফজলুর রহমান মিঠু, মোঃ সেলিম মোড়ল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাসকুরা পারভিন মৌ প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]