নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের কোরাইশী ফুড পার্কের সেমিনার কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছী’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি আজ চাকুরী করছি। একদিন নির্দিষ্ট সময়ে আবসরে যাবো এবং আপনাদের কাতারে দাঁড়াবো। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে তিনবার আপনাদের অনুষ্ঠানে আমি এসেছি। আমি চাই আপনাদের নির্দিষ্ট অফিস বা একটি ঠিকানা হোক। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আপনাদের সংগঠনের সফলতা কামনা করছি।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মো. জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাবেক ক্রীড়া অফিসার মো. জিল্লূল করিম, মোহাম্মদ আলী সিদ্দীকি প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের সমন্বয়ে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ¦ ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আয়ুব আলী, সাধারণ সম্পাদক ডা. একেএম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, কাজী আফজাল বারী প্রমুখ। এসময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]