আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দেওয়া ৮১ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৮ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ রাত ৮টায় বিসিজি স্টেশন কৈখালীর বিশেষ অভিযানে মানিকখালি ব্রিজ সংলগ্ন এলাকায় এসব বিড়ি জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত বিড়ি আইনগত প্রক্রিয়ার জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হচ্ছে। কোস্ট গার্ডের চোরাচালানবিরোধী অভিযান চলমান থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]