সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কের পাশে অবস্থিত ‘আধুনিকা বিউটি পার্লার অ্যান্ড বুটিকস হাউজে’ গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত গভীর রাতে অজ্ঞাত চোরের দল এ চুরি সংঘটিত করে।
পার্লারের মালিক কোহিনুর আকতার জানান, বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আমার দোকানটি অবস্থিত। সকালে এসে দেখি প্রধান গেটের তালা ঠিক আছে, কিন্তু পার্লার কক্ষের তালা ভাঙা। পরে লক্ষ্য করি সামনের বারান্দার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করেছে চোরেরা। দোকানের জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে।
তিনি আরও জানান, চোরেরা একটি সেলাই মেশিন, হেয়ার স্টেট মেশিন, হেয়ার ক্রিপিং মেশিন, বেশ কয়েকটি দামী থ্রি-পিস, ছিট কাপড়, নগদ ১০ হাজার টাকা ও প্রসাধনী সামগ্রীসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এখনো থানায় অভিযোগ করিনি, তবে পাশের দোকানদার ও নিচতলার কোচিং সেন্টারের শিক্ষক আনারুল স্যার ও পবিত্র স্যারকে জানিয়েছি। শিগগিরই থানায় লিখিত অভিযোগ দেব, যোগ করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাতের বেলা মাদকাসক্ত যুবকদের আনাগোনা বেড়েছে।
তাদের ভাষায়, রাত গভীর হলে কিছু বখাটে যুবক সিটি কলেজের পাশে ও মহাসড়কের ধারে বসে গাঁজা সেবন করে। এরাই এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
এর আগে একই এলাকার আবুল কাশেমের মাংসের দোকানেও চুরির ঘটনা ঘটেছিল। সে সময় চোরেরা মাংস কাটার অস্ত্র, দাঁড়িপাল্লা ও বাটখারা নিয়ে যায়।
মাংস ব্যবসায়ী আবুল কাশেম বলেন, এই এলাকার চুরিগুলো গাঁজাখোেরদের কাজ।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কসংলগ্ন এই এলাকায় নিয়মিত পুলিশ টহল ও মাদকবিরোধী অভিযান না চালালে বড় ধরনের অপরাধ ঘটার আশঙ্কা রয়েছে।
তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন- মাদকাসক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং রাতের টহল জোরদার করার জন্য।
সচেতন মহলের অভিমত, পরপর ঘটে যাওয়া চুরির ঘটনাগুলো বিশ্লেষণ করলে সন্দেহের তীর গাঁজাসেবী যুবকদের দিকেই যায়। তাদের মতে, মাদক বন্ধ না হলে চুরিও বন্ধ হবে না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]