সাতক্ষীরা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২২ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দূল মোতালেব মিলনায়তরে উক্ত সংবাদ সম্মেরনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক জোছনা দত্ত। তিনি বলেন ইউএনএফপিএ এর অর্থায়নে একশান এইড বাংলাদেশ এর সহযোগিতায় জেন্ডার ইন এমাজেন্সি নেটওয়ার্ক ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বিশ্ব এইডস দিবস, প্রতিবন্ধী দিবস, বেগম রোকেয়া দিবস, মানবধিকার দিবস পালন সম্পর্কে রাষ্ট্র, সমাজ, কারখানা, শিল্প, দোকান, বাজার বিভিন্ন পর্যায় যেমন দুর্যোগের কারনে নারী বৈষম্য ও নির্যাতন, নিপীড়নের শিকার হয়।
এই পরিস্থিতি থেকে একজন নারী কিভাবে বেরিয়ে আসতে পারে বা প্রতিরোধ গড়ে তুলতে পারে সে ব্যপারে আলোচনা করা হয়। নারীর প্রতি বৈষম্য বা সহিংসতা কেবলমাত্র একক বা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা এখন আমাদের দেশে অহরোহ ঘটছে। আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা পাল্টাতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তবেই একজন নারী তার স্বাধীনতা পাবে বলে মতামত প্রদান করেন।
নারীর উপর সহিংসতার ধরন ও মাত্রা প্রতিরোধে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাতক্ষীরা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও জেন্ডার ইন এমাজেন্সি নেটওয়ার্ক, সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]