"থাকব ভালো,রাখবো ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ " এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসি দিবস - ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, সম্মাননা ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার ১৮ ডিসেম্বর সাতক্ষীরা নিউমার্কেট হইতে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) কাজী আরিফুর রহমানের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মো. আজহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, প্রবাসী কল্যান ব্যাংক সাতক্ষীরা শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. আব্দুর রহিম, আল নুর ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী মো. আবু বকর সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনশক্তি জরিপ অফিসার মো. আব্দুল মজিদ ও আব্দুল সালাম, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যাবস্থাপক মো. হাফিজুর রহমান, এনজিও প্রতিনিধি অগ্রগতি সংস্থার অসিৎ ব্যানার্জী। ওয়েজার্নাস কল্যাণ বোর্ড হতে প্রাপ্ত ২০২০ সালে নির্বাচিত পিইসি ক্যাটাগরীতে প্রবাসী কর্মীর মেধাবী ৩ জন সন্তানকে ১৪ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী একজন পুরুষ ও একজন মহিলা কর্মীকে এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]