শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: "প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন" এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।
আলোচনা সভায় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার এস এম আকাশ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, রহমান, ডা. হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী কল্যান সমিতির সভাপতি মো. আবুল কালাম, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
জেলা শিল্পকলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, রিসোর্স শিক্ষক আব্দুস সামাদ, ঋশিল্পীর ডাইরেক্টর ইনচার্জ সেলিমুল ইসলাম, রিসোর্স শিক্ষক মো. আব্দুস সামাদ, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক বজলুর রহমা, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভা রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ, ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় ৪টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা এখন কর্মজীবী হয়ে জীবিকা নির্বাহ করছে। তাদের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গ্রহণ করলে তারা দেশের সম্পদে পরিণত হবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]