আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ৯টায় দিবসটি উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এর হল রুমে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে রুটিন দায়িত্বে জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক রকিবুল ইসলাম দুদক পতাকা উত্তোলন করেন।
এর পর বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের অনুষ্ঠানিকতা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের পরবর্তী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা.আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুটিন দায়িত্বে জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস।
দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রকিবুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন।
সভায় বক্তব্য রাখেন এনএসআই-এর যুগ্ম পরিচালক এবিএম ফারুক, ডেপুটি সাভিল সার্জন ডা. জয়ন্ত কুমার সরকার, এনজিও প্রতিনিধি- সুশীলন এর সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, সততা সংঘের সভাপতি সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী শেখ মিফতাহুল জান্নাত।
দিবসটি পালন করতে জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, এনজিও প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, রোভার, স্কাউট, গার্লস গাইড'সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে সার্বিক সমন্বয় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ মোসফিকুর রহমান মিলটন।
এই দিবসের তাৎপর্য তুলে ধরে সন্ধ্যা ৬টায় শহরের সদর হাসপাতাল- মুক্তিযুদ্ধ চত্বরের সামনে প্রামাণ্য চলচ্চিত্র উপস্থাপন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]