
সাতক্ষীরা-১ (সদর-দেবহাটা) আসনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য চেয়ারম্যান আব্দুল আলিমকে ধানের শীষে মনোনয়নের দাবীতে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে মশাল মিছিল করে আলিম চেয়ারম্যানের সমর্থকরা। বুধবার রাতে সাতক্ষীরা - খুলনা মহা সড়কের বিনেরপোতা এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন, - লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, বিএনপির নেতা আতিয়ার রহমান, আবুল হাসান, ছাত্রদল নেতা আলামিন। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আনারুল ইসলাম, ইউপি সদস্য বিএনপিনেতা তাজমিনুর রহমান টুটুল, ইসমাইল হোসেন নিরবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আলিম চেয়ারম্যানের সমর্থকগন। চেয়ারম্যান আব্দুল আলিম চেয়ারম্যান আব্দুল আলিমের সমর্থনে সড়কের উপর দাড়িয়ে বিক্ষোভ করে।
বিক্ষোভে মুহ মুহ শ্লোগানে আব্দুল আলিম চেয়ারম্যানের মনোনয়নের দাবীতে স্লোগান দেয়। এবং নেতাকর্মীরা বলেন, বিগত দিনে যখনই হামলা মামলার স্বিকার হয়েছি তখনই আলিম চেয়ারম্যান আমাদের পাশে দাড়িয়েছে। ১৯৮৮ সাল থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির
দায়িত্ব পালন করেছেন । এছাড়া তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সৈরাচারের বিরুদ্ধে লড়েছেন। তাই এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্যব্যক্তি। মনোনয়ন না দিলে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণার অঙ্গিকার করেন আলিম চেয়ারম্যানের সমর্থকরা। এসময় খুলনা সাতক্ষীরা মহাসড়ক এর গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]