২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলে জেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা। তিনটি বিভাগে এই মাদ্রাসা এবারও দৃষ্টান্ত স্থাপন করেছে চমৎকার ফলাফলের মাধ্যমে।
মাদ্রাসাটির মুজাব্বিদ শাখা থেকে ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে।
বিজ্ঞান বিভাগে মোট ১৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ৪ জন জিপিএ ৫ অর্জন করেছে।
অন্যদিকে সাধারণ বিভাগে মোট ৩৬ জন অংশগ্রহণ করে ২৭ জন উত্তীর্ণ হয়েছে এবং ৩ জন জিপিএ ৫ পেয়েছে।
এভাবে তিন বিভাগ মিলিয়ে প্রতিষ্ঠানটির সামগ্রিক উত্তীর্ণের হার দাঁড়িয়েছে ৮৯ শতাংশ, যা জেলার মধ্যে সর্বোচ্চ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]