সাতক্ষীরার আশাশুনিতে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে উপকূলীয় হতদরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আনুলিয়া ব্রাঞ্চের আয়োজনে সোমবার (১৮ মার্চ) সকাল ১০ টায় থেকে শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর্যন্ত।
আনুলিয়া অফিসের ম্যানেজার শেখ বাশির উদ্দিনের সভাপতিত্বে ক্যাম্পে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাকিম সানা, কাকবাসিয়া বঙ্গবন্ধুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, মেডিকেল অফিসার ডা. নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আবদুল হাকিম প্রমূখ উপস্থিত ছিলেন।
দিনভর দেড় শতাধিক গরিব অসহায় হতদরিদ্রদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, লেবুলাইজেশন করা, ড্রেসিং সেলাই সেলাই কাটা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]