সাতক্ষীরায় আসক’র শিশুদলের সদস্যদের নিয়ে জীবন দক্ষতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) উদ্যোগে ১১ জুলাই, বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেস ক্লাব এর বঙ্গবন্ধু অডিটোরিয়াম দিনব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর প্রজেক্ট ম্যানেজার রোকনুজ্জামান উক্ত প্রশিক্ষণের শুরুতে শিশুদের প্রশিক্ষনের গুরুত্ব তুলে ধরেণ এবং শিশুদেরকে জীবন দক্ষতার বিভিন্ন বিষয়গুলো আত্মস্থ করার আহবান জানায়।
প্রশিক্ষনে আত্মসচেতনামূলক দক্ষতা, সহমর্মিতার দক্ষতা, আন্তঃব্যক্তিক দক্ষতা, যোগাযোগ দক্ষতা, চিন্তন দক্ষতা, সমস্যা সমাধান দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা, চাপ মোকাবেলার দক্ষতা, আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।
অংশ গ্রহণকারীরা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্মকান্ডে উল্লিখিত দক্ষতাসমূহ অর্জনের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত
করার অঙ্গিকার ব্যক্ত করে।
আইন ও সালিশ কেন্দ্রে (আসক) এর প্রজেক্ট অফিসার আলিরাজ, রাহিমা বেগম ও মো: আজাহারুল ইসলাম উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন।
প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের ২৫ জন শিশু অংশগ্রহণ করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]