নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী সন্ত্রাস বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির আলোচনা সভায় একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখলেন জাতীয় পার্টি মনোনীত সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু।
রবিবার (০৪ অগস্ট) সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আন্দোলন পরিচালনার স্টান্ডিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির আলোচনা সভায় একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, “কোটা সংস্কার আন্দোলনের নামে যারা শিক্ষার্থীদের বিপথে ঠেলে দিয়ে কিছু সুবিধাবাদী গোষ্ঠি সন্ত্রাসী কর্মকান্ড জ্বালাও পোড়াও করছে তারা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে বলে জানান তিনি।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]