সাতক্ষীরায় ১২ দিন ব্যাপী ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ট্রেইনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ মে সকাল ১০ টায় (নায়েম ঢাকা'র) শিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে শহরের পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নায়েম ঢাকার কো-অর্ডিনেটর চামেলী দাস,টিচার ট্রেইনার শাহ মোঃ আব্দুল মাবুদ ও শামসুল হুদা শুভসহ বিভিন্ন স্কুলের ৪০ জন ইংরেজি শিক্ষক।
উল্লেখ ১২ মে হতে ২৫ মে পর্যন্ত ১২ ব্যাপী প্রশিক্ষণ কোর্সে সদর উপজেলার বিভিন্ন স্কুলের (ইংরেজি) ৪০ জন সহকারী শিক্ষক অংশ গ্রহন করেন। অংশ গ্রহনকৃত শিক্ষকদের মধ্যে ইংরেজি শিক্ষায় দক্ষ হিসেবে ১ম পুরস্কার পেয়েছেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালেয়র ইংরেজি শিক্ষক মো. মাকসুদুর রহমান, ২য় মো. রোকনুজ্জামান ও ৩য় পুরস্কার পেয়েছেন সহকারী শিক্ষক সামিউল ইসলাম।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন (নায়েম) শিক্ষা মন্ত্রনালয়ের টিচার টেইনার মৌ. তৌহিদ হাসান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]