নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলে ইউনাইটেড বেবিল্যান্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকালে কদমতলা বাজার সংলগ্ন এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান প্রফেসর গাজী আবুল কাশেম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক এস এম আকবর হোসেন, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান খোকন ও দেবনগর রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান প্রমূখ।
২০২৬ সালের ১লা জানুয়ারী থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের পাঠদান শুরু করার লক্ষ্যে আগামী ১ অক্টোবর-২০২৫ থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের ভর্তি কার্যক্রম শুরু হবে।
এসময় ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির সদস্য, স্কুলের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলে ইউনাইটেড বেবি ল্যান্ডের উদ্বোধন শেষে কোমলমতি শিশুরা বেবিল্যান্ডে খেলাধুলায় মেতে ওঠে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]