আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার ১ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন সাতক্ষীরা -উপজেলা নির্বাহী অফিসার কালিগঞ্জ নিকট লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসীর পক্ষে রফিকুল ইসলাম মঙ্গলবার ২০ আগস্ট।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৩ নং চাঁম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের বিরুদ্ধে তদন্তের জন্য জোর দাবি করেছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগে উল্লেখ করেন মোজাম্মেল হক গাইন আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সে চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। একই সাথে অত্র ইউনিয়নের চেয়ারম্যান যার কারণে নিয়ম-নীতির তোয়াক্কা না করে তার নিজস্ব গতিতে প্রকল্প ও কর্মকান্ড চালান বলে অভিযোগে জানা যায়।
তিনি ক্ষমতাসীন দলের একজন নেতা হয়ে কোন ব্যক্তি বা আইন এর তোয়াক্কা না করে সাত বছরে বিভিন্ন প্রকল্প দেখিয়ে কাজ না করে অর্থ লুটপাট করেছে।
তার মধ্যো উল্লেখযোগ্য ভূমি হস্তান্তর কর এক পারসেন্ট, রাজস্ব খ্যাত, উন্নয়ন সহায়ক তবিল এডিপি, এলজি এসপি ও কাবিখা ও কাবিটা এমনকি প্রকল্পের পুরস্কার এর অর্থ সহ ত্রাণ মন্ত্রণালয়ের যাবতীয় প্রকল্পের অর্থ আত্মসাৎ এর অভিযোগ আছে যার আনুমানিক দেড় কোটি টাকা।
এ বিষয়ে এলাকাবাসী বিভাগীয় তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থার জন্য জোর দাবি জানিয়েছেন অত্র ইউনিয়ন বাসি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]