সাতক্ষীরা প্রতিনিধি: ইজারা ও নিষ্পত্তি শীর্ষক সফটওয়্যার সৃজন সংক্রান্ত অংশীজন পরামর্শ কর্মশালা ও মতবিনিময় সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলই) দিনব্যাপী এই কর্মসূচীতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।
প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এম আরিফ পাশা।
কর্মশালায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিশেষ অতিথি ভূমি ব্যাবস্থপনা অটোমেশন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ও উপসচিব সানিউল ফেরদৌস।
অনুষ্ঠানে আলোচনা করেন সাতক্ষীরার উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজিবুল আলম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন, দায়িত্ব আরডিসি পলাশ আহমেদ, শ্যামনগরের এসিল্যান্ড আব্দুল্লাহ আল রিফাত, সাতক্ষীরা সদরের অতীশ সরকার, ভাড়াশিমলা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শর্মিষ্ঠা সরকার সহ বিভিন্ন উপজেলার ইউএনও, এসিল্যান্ড, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনগণ আলোচনা করেন।
দেশব্যাপী সাধারণ মানুষের জনভোগান্তী দুর করতে ভূমি কার্যক্রমকে অনলাইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে সাতক্ষীরা সরকারি জমিগুলোকে ডিজিটালাইজেশন করাই এই কর্মশালার মুল উদ্দেশ্য বলে জানান ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এম আরিফ পাশা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]