ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন (বাংলাদেশ চ্যাপ্টার) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশনের (বাংলাদেশ চ্যাপ্টার) কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক লাভলী আক্তার নুপুর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশনের (বাংলাদেশ চ্যাপ্টার) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে ২৩ মার্চ ২০২১ সোমবার বিকালে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মানবাধিকারকর্মী, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশনের (বাংলাদেশ চ্যাপ্টার) কার্যকরি সভাপতি বিশিষ্ট সাংবাদিক এ টি এম মমতাজুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এ টি এম রেজাউল হক।
সভায় গাজী শাহজাহান সিরাজকে আহবায়ক ও ফারুক রহমানকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন গাজী শাহজাহান সিরাজ আহবায়ক, ফারুক রহমান সদস্য সচিব, সদস্য- জ্যোস্না দত্ত, এড. আব্দুল্লাহ আল হাবিব, ডা. মো. মুনসুর রহমান, তহমিনা ইসলাম ও আবু বক্কর সিদ্দিকী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]