নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের মিনিমার্কেট এলাকায় মামুন মটরস্ ও মেহেমেত প্রিন্টিং প্রেস এর প্রোপ্রাইটর এস. কে মামুন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটাররী এন্ড মটর চালিত অটোরিকশা অটো বাইক সার্ভিস লি. এর ম্যানেজিং ডিরেক্টর মো. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটাররী এন্ড মটর চালিত অটোরিকশা অটো বাইক সার্ভিস লিঃ এর মার্কেটিং ডিরেক্টর আখতার আহামদ, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফারুক মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক আমিনুর রশীদ, যশোর প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মামুন মটরস্ ও মেহেমেত প্রিন্টিং প্রেস এর সহকারী ম্যানেজার শেখ মো. শরিফুল আনাম, মোছা. রাজিয়া সুলতানা সহ সাংবাদিক, ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন ইজিবাইক চালক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীর শাখার জেনারেল ম্যানেজার আরিফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]