"উগ্রপন্থা প্রতিরোধে সক্ষম জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের কটিয়ায় এভিএএস এর হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অগ্রগতি সংস্থার পিস কনসোর্টিয়াম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মনিরা সুলতানা।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে মনিরা সুলতানা জানান, ঢাকায় হোলিআর্টিজনের হামলার পর ২০১৬ সালে উগ্রপন্থি প্রতিরোধে পিস কনসোর্টিয়াম নামের প্রকল্পটি চালু করা হয়। সাতক্ষীরা পৌরসভা, সাতক্ষীরা সদর উপজেলা, কলারোয়া,তালা ও আশাশুনি উপজেলায় ৫১ টি পিস ক্লাব গঠন করা হয়েছে। এসকল ক্লাবে মোট ১ হাজার ৭১ জন যুবক-যুবতী সদস্য রয়েছেন। তিনি বলেন, বর্তমান ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) দেশের কোটি কোটি মানুষ সংযুক্ত। তার মধ্যে অধিকাংশই যুবক-যুবতী, কিশোর -কিশোরী। এরা যাতে কোনোভাবেই বিপথগামী না হয়, উগ্রপন্থারোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২২ সালের আগস্ট মাসে প্রকল্পটি চালু হয়েছে। এর কার্যক্রম চলতি মাসেই শেষ হবে উল্লেখ করে তিনি আরো বলেন, দীর্ঘ সাত বছর ধরে চলা এই কার্যক্রমে সকল শ্রেণি পেশার মানুষের ব্যপক অংশগ্রহণ সাড়া জাগিয়েছে। তিনি বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও যাতে কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য ক্লাবগুলোকে যুব উন্নয়নের রেজিস্ট্রেশন নেয়ার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে সাংবাদিক মনিরুল ইসলাম মনি, শাকিলা ইসলাম জুঁই, এম রফিক, আক্তারুজ্জামান বাচ্চু, হাফিজুর রহমান, এস কে কামরুল ইসলাম, আব্দুল আলীম, প্রকল্প কর্মকর্তা আবু বকর সিদ্দিকসহ পিস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]