স্বদেশ সাতক্ষীরায়, আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগীতায় বাস্তবায়িত ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্টির সক্ষমতা বৃদ্ধি করা’’ প্রকল্পটি দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল এফেয়ার্স কানাডা –এর অর্থায়নে মানবাধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠিকে ক্ষমতায়িত করার লক্ষ্যে সুনিদিষ্ট কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় ৯ আগষ্ট,২০২৫ তারিখ স্বদেশ প্রধান কার্যালয়ে স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক জনাব জনাব মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে সৌমেন সরদার কে উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ (এম এস পি)আহবায়ক ও আছিয়া খাতুনকে উপজেলা মানবাধিকার নারী পরিষদ (এম এন পি) আহবায়ক করে দুটি কমিটি গঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ে এমএনপি ও এমএসপি কমিটির সদস্যরা স্থানীয়ভাবে জেন্ডার সমতা ও নারীর অধিকার নিশ্চিন্তের লক্ষ্যে যৌন হয়রানি ( শারীরিক , মৌখিক, মনস্তাতিক এবং সাইবার) এবং জেন্ডার-বিত্তিক সহিংসতা প্রতিরোধে ও সুরক্ষার জন্য কাজ করবে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠির আইন ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে। এ ছাড়াও মানবাধিকার সুরক্ষা পরিবেশকে বিস্তৃতি অক্ষুন্ন রাখার জন্য স্থানীয় বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করবে।
এসময় উপস্থিত থেকে সহায়কের ভ’মিকা পালন করেন নাগরিকা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল শরিফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]