ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে "এডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অরগানাইজেশন সদস্যদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে জেলার ৭টি উপজেলার ওয়েব ফাউন্ডেশন কর্মকর্তা ও সদস্যদের নিয়ে "এডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অরগানাইজেশন সদস্যদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা" অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আশেক -ই- ইলাহি এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা।
অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েব ফাউন্ডেশন, খুলনার ডিভিশনাল ফ্যাসিলিটর মো. জহির উদ্দীন।
৭ উপজেলার প্রতিনিধি নিজ নিজ উপজেলার দলিত, হিজড়া, হরিজন, বেদে সম্প্রদায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা তুলে ধরেন। দলিত, হিজড়া, হরিজন, বেদে সম্প্রদায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে ওয়েব ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় অর্ন্তভুক্তি না করার কারণ ও সমাধানের চেষ্টা, সরকারি নীতিমালা অনুযায়ী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় অন্তর্ভুক্তি, সরকারি বরাদ্দে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহন বিষয়ে আলোচনা করা হয়।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের কারিগরি ও আর্থিক সহায়তায় আছে ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়ন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]