জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: সাতক্ষীরার লেকভিউর কনফারেন্স রুমে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা জেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটিসমূহের বাস্তবায়নে জেলা পর্যায়ের এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন - বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ মে) দিনব্যাপী এই কর্মশালায় এ,এন,সি কলারোয়া উপজেলার সভাপতি এডঃ শেখ কামাল রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সভাপতি পবিত্র মোহন দাস, আশেক ই ইলাহী।
সাতক্ষীরা জেলার সকল উপজেলার এ,এন,সি কমিটির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এছাড়া ওয়েভ ফাউন্ডেশনের সহকারী বিভাগীয় সমন্বয়কারী মোঃ আহসানউল্লাহ, স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন মধুমিতা গাইন।
উল্লেখ্য যে, ওয়েভ ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,দলিত সম্প্রদায়, ট্রান্সজেন্ডার ও হিজড়া সম্প্রদায়, ও প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচীর কারিগরী সহায়তায় ক্রিশ্চিয়ান এইড, এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হয়ে থাকে।
অনুষ্ঠানের বিভিন্ন উপজেলার অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপাস্থাপন ও গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা বিভাগীয় সমন্বয়কারী শেখ খালিদ হাসান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]