মোঃ হাফিজুল ইসলাম: সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, শহর এলাকায় লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ ছাড়া কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, জাতীয় নাগরিক পার্টি সাতক্ষীরা জেলা শাখার প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু , সাধারণ সম্পাদক শেখ আহছানউল্লাহ প্রদীপ, সার্চ কমিটির এক নম্বর সদস্য সিএম নাজমুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা প্রায় ৩০০টি ফলজ, বনজ, ঔষধি ও শোভা বর্ধনকারী গাছের চারা রোপণ করেন।এছাড়াও সংগঠনের নেতারা ভবিষ্যতেও প্রান্তিক পর্যায়সহ বিভিন্ন এলাকায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]