
সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর ২০২৫ অক্টোবর সকাল ১০টায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইড’র সহায়তায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা - র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সাতক্ষীরা জেলার এসিড সারভাইভর নারী-পুরুষ, উন্নয়ন কর্মী , সাংবাদিক, সরকারী বেসরকারি পদস্থ কর্মকর্তা ও সুধিজন অংশগ্রহণ করেন।
স্বদেশ সংস্থার নিবাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নাগরিক ব্যক্তিত্ব ডাঃ আবুল কালাম বাবলা, প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সাইদুর রহমান মৃধা। সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শাহিনুর চেীধুরী, একশনএইড-বাংলাদেশের সিনিয়র কোডিনেটর এলআরপি এসএস নুরুন্নাহার বেগম, প্রথম আলো ষ্টাফ রিপোটার কল্যান ব্যনার্জী। আরও উপস্থিত ছিলেন ওসিসি প্রতিনিধি আঃ হাই, সিডো পরিচালক শ্যামল বিশ্বাস, ক্রীসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি, সাকিবুর রহমান বাবলা।
নেটওয়ার্কের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সুইটি আক্তার পপি। বক্তব্য রাখেন প্রফেসর মোজাম্মেল হক, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত প্রমুখ
সভায় বক্তারা বলেন, এসিড আক্রান্ত ব্যক্তি মানুষ জানে তার জীবনের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। সারাটা জীবন তাকে এক কষ্ট ভোগ করতে হয়। এসিড আক্রান্তরা আমাদেরই সমাজে অংশ তাদেরকে বাদ দিয়ে আমাদের কোন উন্নয়ন টেকসই হবে না। সেজন্য সমাজে যাতে আর কোনো ব্যক্তি এসিড সন্ত্রাসের শিকার না হয় সেদিকে সচেষ্ট সুনজর দিতে হবে। এসিড আক্রান্তদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে যাতে তার বিভিন্নমুখি সুবিধা ভোগ করতে পারে। সমাবেশে ব্যবসায়ীভাবে সফল সারভাইভর’রা তাদের ব্যবসায়ী ষ্টল প্রদান করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]