দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সাতক্ষীরায় কমিউনিটি স্যোশাল ল্যাবের ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) বেলা ১১টায় শহরের বাজার কোলকাতার তৃতীয় তলায় কারি কিচেন রেস্টুরেন্ট’র কনফারেন্স রুমে জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। ডায়ালগ সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী ম-ল, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার সচিব মো. লিয়াকাত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জিআইজেড এর এডভাইজার টেকনিক্যাল এ্যান্ড মনিটরিং অফিসার রতন মানিক সরকার, ব্রাক ইউডিপি’র কো অর্ডিনেটর মো. ইউছুপ আলী, কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি ফেন্সিলিটেটর রেবেকা ¯িœগ্ধা বাড়ৈ প্রমুখ। উক্ত ডায়ালগ সেশনে ইটাগাছা পূর্বপাড়ায় সুপেয় পানি ও রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করাসহ পৌরসভার ৫নং ওয়ার্ডকে এ কার্যক্রমের অন্তর্ভূক্ত করা হয় এবং ৫নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষে আলোচনা করা হয়। এছাড়াও সমাজসেবা অধিদপ্তর ও পৌরসভার নাগরিক সেবা সমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার লক্ষে কোরটিম ও ভলেন্টিয়ারদের কার্যকর ভূমিকা রাখার আহবান জানানো হয়। এসময় ৭নং ওয়ার্ডের কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর রবীন গাইন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]