আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী ফিরোজ হাসানের কর্মী ও সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
রোববার (১০ জানুয়ারী) রাত ৯টার দিকে শহরের সুলতানপুর বড় বাজারে এঘটনা ঘটে।
হামলায় ফিরোজ হাসানের ২জন কর্মী ও সমর্থক গুরুতর আহত হয়েছে এবং আরো ৫/৬জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছে।
আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চা বিক্রেতা কাশেম ও তরকারি ব্যবসায়ী কাফিরুল।
এঘটনায় সাতক্ষীরা সদর থানায় উভয় পক্ষ অভিযোগ
দাখিল করেছে।
লিখিত অভিযোগ সূত্রে ও বড় বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে সুলতানপুর রোম টেইলার্স এর পাশে দাঁড়িয়ে আমি ও খোকন কথা বলছিলাম। এসময় সুলতানপুর এলাকার মৃত সবুরের ছেলে মিলন ও মৃত মধুর ছেলে বাবু আমাকে হুমকি ধামকি দেয়।
পরে রাত ৯টার দিকে সুলতানপুর বড় বাজারে ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মল্লিক ভান্ডারে আসাদ আহমেদ অনজু, তার ভাই রঞ্জু তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে একই গ্রামের বেলালসহ কয়েকজন অতর্কিতভাবে আমার দোকানে ঢুকে সন্ত্রাসী স্টাইলে হট্রগোল শুরু করে আমাকে হুমকি ও মারধর করতে যায়। এসময় কাশেম ও কাফিরুন তাদের বাঁধা দেয়। বাঁধা দেওয়ায় তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]