সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠি কায়পুত্র সম্প্রদায়ের ভুমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মোঃ হুসাইন শওকত।
হেলথ এন্ড সেফটি ফর গালর্স এন্ড ওমেন প্রকল্পের আওতায় অক্সফামের অর্থায়নে ও ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্যা সাইলেন্স এর পরিচালক (প্রকল্প ও কর্মসুচি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, অক্সফামের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফৌজিয়া ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জোছনা দত্ত, সাংবাদিক এম কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্রেকিং দ্যা সাইলেন্স সাতক্ষীরার অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, প্রায় ৩’শ বছর ধরে সাতক্ষীরার আলীপুরে খাস জমিতে ১২৬ টি কায়পুত্র (কাওরা) পরিবার বসবাস করে আসছে। বর্তমান সময় এসেও তারা সকল ক্ষেত্রে পিছিয়ে আছে। তাদের না আছে জমি, না আছে বসতঘর। শিক্ষার আলোও সেভাবে পায়নি তারা। খাস জমিতে ঝুপড়ির মধ্যে বসবাস করে। পিছিয়ে পড়া এসব জনগোষ্টির বৈষম্য দূরীকরনসহ তাদের পূর্নবাসন করার পাশাপাশি তাদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]