জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বসবাসরত কায়পুত্র সম্প্রদায় সহ জেলার পাড়ুই, ঝষি, কাহার, চৌদালি, দলিত ও হরিজন সম্প্রদায়ের মানুষদের নিয়ে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের ভূমি সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নিবাহী অফিসার সোয়াইব আহমেদ, জেলা আইসিটি অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, মানবাধিকার কর্মী জোছনা দত্ত, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ প্রমুখ। এছাড়া আলিপুর ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষক, ওসিসি, জেলা বাল্যবিবাহ কমিটির সদস্য এবং নারী ও কিশোরী, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে ব্রেকিং দ্য সাইলেন্স আলিপুরে কাইপুত্র সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। আমি সরেজমিনে দেখেছি কাইপুত্র সম্প্রদায়ের বসবাসের স্থায়ী কোন ব্যবস্থা নেই। তারা রাস্তার ধারে বসবাস করে আসছে। একারণে নানা সময় বিভিন্ন দূর্ঘটনার শিকার হতে হয়। তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারি ভাবে তালিকা করা হয়েছে প্রাথমিক ভাবে যায়গা দেওয়া হয়েছে। বর্তমানে সরকারের কোন ভূমি সংক্রান্ত বিষয়ে কোন প্রকল্প নেই। সবার আগে কায়পুত্রদের ভূমির ব্যবস্থা করা হবে বলে তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। তিনি আরো জানান জেলা প্রশাসক মহোদয় বিষয়টি সম্পর্কে অবগত আছেন।
আলোচনা সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]