ফারুক রহমান, সাতক্ষীরা: মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র উদ্যোগে সোমবার (২৭ নভেম্বর) টেরে দেশ হোমস (টিডিএস) নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় ‘স্টেপ আপ দ্যা ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন’ প্রকল্পের উদ্যেগে শিশু যৌন শোষণ প্রতিরোধের উপর শিশুদের নিয়ে গ্রুপ গঠনের জন্য কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম প্রকল্পের লক্ষ্য যথাযথভাবে বাস্তবায়নে শিশুদেরকে যৌন শোষণ থেকে কিভাবে নিজেদের বাঁচানো যায় এবং আশেপাশে পরিচিত পরিবেশকে কিভাবে যৌন শোষণমুক্ত রাখা যায় তার উপর বিস্তারিত বর্ণনা করেন।
সভায় আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র পরিচিতি ও স্টেপ আপ দ্যা ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, প্রতিটি শিশুকে যৌন শোষণমুক্ত পরিবেশে বেড়ে ওঠার অধিকার আছে এবং তা বাস্তবায়নের জন্য সমাজের প্রতিটি পেশাজীবিদের ভূমিকা থাকা আবশ্যক। সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে একটি শিশু ফোরাম গ্রুপ গঠন করা হয়। গ্রুপটি শিশু যৌন শোষণ সম্পর্কে বিস্তারিতভাবে জানবে এবং সক্রিয়ভাবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল আজিজ এবং প্রকল্প কর্মকর্তা আজহারুল ইসলাম, রাহিমা বেগম ও হিসাবরক্ষক ছোহরাব হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]